আয় রুজি বৃদ্ধির দোয়া ও আমল।
রুজী বৃদ্ধির আমল।
আয় রুজি বৃদ্ধির দোয়া। |
হযরত বড় পীর (রহঃ) দরিদ্রতা দূর ও রুজীতে বরকতের জন্যে এই যিকর শিক্ষা দিয়েছেন ।
তাহাজ্জুদের নামাযের পর কেবলা রোখ হয়ে নামাযের ন্যায় উপবেশন করে
শ্বাসকে নাভীর নীচ হতে ;;l, L শব্দের সাথে সজোরে আঘাত করবে। প্রথম আঘাত ডান জানুতে এবং দ্বিতীয় আঘাত কলবের মধ্যে করবে। এই নিয়মে কয়েক দিন করলে খোদার রহমতে রুজীতে খুব বরকত হবে। → নিম্নের আয়াতটি প্রতিদিন একশ বার পড়লে আল্লাহ্ তায়ালা রুজীতে
বরকত দিবেন। তা বহু পরীক্ষিত আমল।
الله لطيف بعباده يرزق من يشاء وهو القوى العزيز
উচ্চারণ : আল্লা- হু লাত্বীফুম্ বিই'বা-দিহী ইয়াকু মাইয়্যাশা-উ ওয়া হুয়াল্ ক্বাবিয়্যুল আযীম্ ।
অর্থ : আল্লাহ্ তায়ালা স্বীয় বান্দাদের ব্যাপারে অতীব মেহেরবান। তিনি যাকে ইচ্ছা রিজিক প্রদান করেন এবং তিনি অতি শক্তিশালী, প্রতাপশালী।
→ তাহাজ্জুদ নামাযের পর নিম্নের দোয়া একশ বার পড়লে আল্লাহ্
তায়ালার পক্ষ থেকে অসংখ্য ধন-সম্পদ পাবে।
با وهاب هب لى رزقا باسطا يا باسط .
উচ্চারণঃ ইয়া-ওয়াহ্হাবু হাব্লী রিষ্কাম্ বা-সিত্বোয়ান ইয়া-বা-সিত্ব। অর্থ : হে বহুদাতা আল্লাহ্! আমাকে প্রচুর রিজিক দান কর। হে প্রচুর দাতা।