কোরআন শরীফের ৮ সালাম এর আমল ।
কোরআনুল কারীমে বর্ণিত এই ৮ সালাম পূর্ণ পাঠ করে কোন রোগীকে পানি পান করালে/রোগীকে ফুঁ দিতে থাকলে ইনশাল্লাহ্ তা'য়ালা সে রোগে মৃত্যু অবধারিত না থাকলে
কোরআন শরীফের ৮ সালাম এর আমল ।
কোরআনুল কারীমে বর্ণিত এই ৮ সালাম পূর্ণ পাঠ করে কোন রোগীকে পানি পান করালে/রোগীকে ফুঁ দিতে থাকলে ইনশাল্লাহ্ তা'য়ালা সে রোগে মৃত্যু অবধারিত না থাকলে অবশ্য অবশ্যই দ্রুততর সুস্থ হয়ে যাবে ।
* سلم قف قولا من رب رحيم
উচ্চারণ : সালামুন কাওলাম মির রাব্বির রাহীম । [সূরা ইয়াসীন : ৫৮] অর্থ : পরম দয়ালু মালিকের পক্ষ থেকে তাদের (স্বাগত জানিয়ে) বলা হবে,
(তোমাদের ওপর) সালাম (বর্ষিত হোক)। سلام على نوح في العالمين *
উচ্চারণ : সালামুন আ'লা নূহিন ফিল আলামীন। [সূরা আস সাফফাত : ৭৯] অর্থ : গোটা সৃষ্টিকুলের মাঝে নূহের উপর সালাম বর্ষিত হোক ।
سلم على إبرهيم *
উচ্চারণ : সালামুন আ'লা ইবরাহীমা। [সূরা আস সাফফাত-১০৯) অর্থ : শান্তি বর্ষিত হোক ইব্রাহীমের উপর।
سلم على موسى و هرون *
উচ্চারণ : সালামুন আলা মূসা ওয়া হারুন। [সূরা আস সাফফাত-১২০) অর্থ : মূসা ও হারুনের উপর সালাম বর্ষিত হোক।
سلم على ال ياسين
উচ্চারণ : সালামুন আ'লা ইলিয়াসীন। [সূরা আস সাফফাত : ১৩০] অর্থ : সালাম বর্ষিত হোক ইলিয়াস (পন্থী নেক বান্দা)-দের ওপর।
* وسلم على المرسلين
উচ্চারণ : ওয়া সালামুন আলাল মুরসালীন। [সূরা আস সাফফাত : ১৮১ অর্থ : (অনাবিল) শান্তি বর্ষিত হোক রাসূলগণের ওপর ।
* سلام عليكم طبتم فادخلوها خلدين
উচ্চারণ : সালামুন আলাইকুম ত্বিবতুম ফাদখুলুহা খালিদীন ৷
[সূরা যুমার : 90
سلم قف هي حتى مطلع الفجر
উচ্চারণ : সালামুন হিয়া হাত্তা মাতলায়ি'ল ফাজরে। [সূরা আল কাদর : অর্থ : চির প্রশান্তি, তা ঊষার আবির্ভাব পর্যন্ত (অব্যাহত) থাকে।