নেক সন্তানের জন্য দোয়া ও আমল।
নেক সন্তান লাভের দোয়া ও আমল।
নেক সন্তানের জন্য দোয়া |
স্ত্রী ও সন্তানদের নেককার হওয়ার জন্য
بنا هب لنا من أزواجنا وذريتنا 78/قرة أعين واجعلنا
* للمتقين إماما উচ্চারণ : রাব্বানা হাবলানা মিন আযওয়াজেনা ওয়া যুরারয়্যাতিনা
কুররাতা আ'ইউনিওঁ ওয়াজয়া লনা লিল মুত্তাকীনা ইমামা ।
সূরা আল ফোরকান : ৭৪) অর্থ : হে আমাদের মালিক, তুমি আমাদের (স্বামী) স্ত্রী ও সন্তান সপ্ততিদের আমাদের জন্যে চোখ জুড়ানোর উপকরণ বানিয়ে দাও, (উপরন্তু) তুমি আমাদের পরহেযগার লোকদের ইমাম বানিয়ে দাও।'
সমগ্র বিশ্বের মুসলমানদেরকে কিয়ামত দিবসে ক্ষমা করার প্রার্থনা
ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب উচ্চারণ : রাব্বানাগফিরলী ওয়া লিওয়ালেদাইয়্যা ওয়া লিল মু'মিনীনা
ইয়াওমা ইয়াকুমুল হিসাব। [সূরা ইবরাহীম : ৪১] অর্থ : হে আমাদের মালিক, যেদিন (চূড়ান্ত) হিসাব-কেতাব হবে, সেদিন তুমি আমাকে, আমার পিতামাতাকে এবং সকল ঈমানদার মানুষকে (তোমার অনুগ্রহ দ্বারা) ক্ষমা করে দিয়ো ।
নেক সন্তান প্রার্থনার জন্য
لدنك ذرية طيبة ج إنك سميع الدعاء*38/ رب هب لي من لدنك ذرية
উচ্চারণ : রাব্বি হাবলী মিললাদুনকা যুররিইয়্যাতান তায়াইয়্যেবাতান, ইন্নাকা ছামিউ' দু'আ। [সূরা আলে ইমরান : ৩৮]
অর্থ : হে আমার মালিক, তুমি তোমার (কুদরতের অশেষ) ভান্ডার থেকে আমাকে তোমার অনুগ্রহের প্রতীক হিসেবে একটি নেক সন্তান দান কর, নিশ্চয়ই তুমি (মানুষের) ডাক শোনো ।