মনোবাসনা পূরণ ও অর্থশালী হওয়ার দোয়া ও আমল।
মনোবাসনা পূরণ ও অর্থশালী হওয়ার দোয়া ও আমল।
মনোবাসনা পূরণের শ্রেষ্ঠ আমল |
শরীয়তসম্মত সকল মনোবাসনা পূর্ণ হওয়ার জন্য দোয়া ইউনুছ অতি ফলদায়ক। যে মুসলমান এ আয়াত পড়ে আল্লাহ্র দরবারে দোয়া করবে, তার দোয়া কবুল হবে। মনোবাসনা সিদ্ধির জন্য দৈনিক একশ বার করে ১২ দিন পড়বে। আগে ও পরে এগার বার দরূদ শরীফ পড়বে। বিপদকালে ও পীড়িতাবস্থায় পড়লে বিপদ ও পীড়া হতে মুক্তি পাবে।
→ শরীয়ত সম্মত সকল প্রকার মনোবাসনা পূরণের জন্যে নিম্নের দোয়াটি তিনশ তেরবার পড়বে । মামলায় জয়লাভের জন্য এ দোয়া অতীব ফলপ্রদ ।
একজন حسبنا الله ونعم الوکيل .
উচ্চারণ ঃ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকীল্ । অর্থ : আমাদের জন্য আল্লাহ্ই যথেষ্ট এবং তিনি উত্তম কার্য সম্পাদনকারী।
→ নিম্নের দোয়াটি শুক্রবার দিন সত্তরবার পড়লে অতি অল্পদিনের মধ্যেই ধনী ও সম্পদশালী হওয়া যায়।
اللهم اكفني بحلالك عن حرامك وغنني بفضلك
عمن سواك
উচ্চারণ : আল্লা-হুম্মাক্ফিনী বি হালা-লিকা 'আন্ হারা-মিকা ওয়ানিনী বি-ফালিকা 'আম্মান সিওয়াক্ ।
অর্থ : হে আল্লাহ্! তোমার হারাম হতে বাঁচিয়ে তোমার হালালের দ্বারা আমাকে যথেষ্ট কর এবং তোমার করুণা দিয়ে আমাকে তুমি ব্যতীত অন্যের মুখাপেক্ষী হতে মুক্ত করে সম্পদশালী করে দাও।