ঘুমানোর দোয়া
ঘুমানোর দোয়া বাংলা উচ্চারণ।
ঘুমাবার দু'আ
اللهم باسمك أمرت وأحبى
উচ্চারণ : আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া ।
অর্থ : হে আল্লাহ, আপনার নামে ঘুমাতে যাচ্ছি এবং আবার জেগে সহীহ তিরমিযী শরীফে বর্ণিত হাদীসে এসেছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আ ওয়াসাল্লাম বিছানায় গিয়ে এ দু'আ পড়ে ডান কাত হয়ে শয্যা গ্রহণ করতেন। এভাবে ঘুমানো স্বাস্থ্যসম্মতই শুধু নয়, বহু সওয়াবও পাওয়া যায়। পুরো ঘুমটাও একটা ইবাদাত হয়ে যায়। ঘুমাবার আগে উঠে আয়াতুল কুরছি [সূরা বাকারার ২৫৫নং আয়াতটি) পাঠের বিরাট ফজিলত হাদীসে এসেছে।