ঘুম থেকে উঠার দোয়া
ঘুম থেকে উঠার দোয়া
ঘুম থেকে উঠে শুকরিয়া!
ঘুম থেকে উঠার দোয়া
* الحمد لله الذي أحيانا بعد ما أماتنا وإليه النشور উচ্চারণ : আলহা'মদু লিল্লাহিল্লাযী আহ্ইয়ানা বা'দামা আমাতানা ওয়া
ইলাইহিন নুশুর ।
অর্থ : সেই মহান রাব্বুল আলামীনের প্রশংসা করছি যিনি মৃতবৎ ঘুম থেকে আমাকে জাগিয়ে তুলেছেন এবং আমাদের তাঁর কাছেই ফিরে যেতে হবে। সহীহ তিরমিযী শরীফে বর্ণিত হাদীসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে উঠে এ দু'আ পড়ে শুকরিয়া আদায় করে দু'হাতে দু'চোখ মুছে নিতেন। [মুসলিম শরীফ-২ : ৩৪৮]