একজন পুরুষকে জিজ্ঞেস করা হলো যে আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মহিলা কে?

একজন পুরুষকে জিজ্ঞেস করা হলো যে আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মহিলা কে?


      


    একজন পুরুষকে জিজ্ঞেস করা হলো যে আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মহিলা কে?
    একজন পুরুষকে জিজ্ঞেস করা হলো যে আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মহিলা কে?  

     





     সে হালকা হেসে বলল আমার স্ত্রী! অপরজন একটু আশ্চর্য হয়ে বললেন, বাকিরা তো সবাই মা বলেছে । 




    এবার সেই পুরুষটি বললেন, হ্যাঁ অনেকেই বলতে পারে মা তবে আমার মতে সে তো আমার মা! 



    সে আমাকে জন্ম দিয়েছেন, তিনি তো আমাকে ভালোবাসবেনই । তার সাথে তো আমার রক্তের সম্পর্ক, তার পেট থেকে আমার জন্ম । তবে আমার স্ত্রী তার সাথে কোনো আমার সম্পর্ক ছিল না । 



    তারপরও সে আমাকে ভালোবেসে আমার পাশে দাঁড়িয়েছে । আমার জীবনে সবসময় আমাকে শক্তিদিয়ে এগোতে সাহায্যে করেছে । 



    নিজের বিলাসবহুল জীবন ছেড়ে, নিজের পরিবাবকে ছেড়ে আমার সাথে সেই অভাবের জীবনেও আসতে রাজি হয়েছে শুধু আমার ভালোবাসার কথা ভেবে । 



     

     তাই সেই আমার জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মহিলা ।



    লিখক- সাজাদুল ইসলাম চৌধুরী শিমুল


    LikeYourComment